পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ে শান্তি-সম্প্রীতি-নিরাপত্তর স্বার্থে কাজ করছে সেনাবাহিনী

পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বান্দরবান রিজিয়নের জিএসও ইন মেজর শায়েদ উজ জামান।

সোমবার (৯ অক্টোবর) সকালে সদর জোনে প্রশিক্ষণ শেডে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর শায়েদ উজ জামান বলেন, যতটুকু পেরেছি, ততটুকু সহযোগিতার হাত বাড়িয়েছি। পার্বত্য এলাকায় উন্নয়নে আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে একাদশ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, বৌদ্ধ অনাথালয়ের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নগদ অর্থ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি।

এর আগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্সল্যাবের জন্য নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d