চট্টগ্রাম

পিকআপ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত পিকআপ থেকে পড়ে শান্ত সানা (৪২) নামের একশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকালে অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক খুলনা জেলার পাইকগাছা থানার বাইনবাড়ীয়া এলাকার শ্যামল কান্তি সানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রমিক অর্থনৈতিক অঞ্চলের ফারমেক স্টিল এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করেন। সকালে কর্মস্থল থেকে বাজার করতে যাওয়ার সময় পিকআপ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখান থেকে চমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d