অর্থনীতি

পুঁজিবাজারে ব্যাপক পতনে চলছে শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে ব্যাপক পতনের মধ্য দিয়ে চলছে শেয়ার লেনদেন। মঙ্গলবার দিনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৫৬ পয়েন্ট।

এদিকে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও ব্যাপক পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়ায়।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d