পুতিনের অভিযোগ প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র
দাগেস্তান বিমানবন্দরে ঢুকে করে ইসরায়েলিদের প্রবেশ ঠেকাতে বিক্ষোভ করে প্রায় শতাধিক মানুষ। ওই সময়ে তারা একটি বিমানে প্রবেশ করে তল্লাশি চালায়। যাতে কোনো ইসরায়েশি রাশিয়ায় প্রবেশ করতে না পারে। এ ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট ইউক্রেন ও পশ্চিমাদের দায়ী করলেও তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে গতকাল সোমবার (৩০ অক্টোবর) এক টেলিভিশনে নিজের অবস্থান ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ায় বিশৃঙ্খলা ছড়াতে এ কাজ করা হয়েছে।
ইসরায়েলের রাজধানী তেল আবির থেকে রাশিয়ার মাখাচকালা বিমানবন্দরে একটি বিমান অবতরণের পর কয়েশ বিক্ষোভকারী ওই বিমানবন্দরে প্রবেশ করে বিক্ষোভ ও তল্লাশি চালায়। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের বিপক্ষে শ্লোগান দেয়।
দাগেস্তান রাশিয়ার একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাজ করে। এ ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুতিন তার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে বলেন, মাখাচকালার ঘটনাটি গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কে দেওয়া হয়েছে। এটা শুধু ইউক্রেন করেনি, তাদের মিত্র পশ্চিমা এজেন্টরাও করেছে।
এদিকে রাশিয়ার ওই বিমানবন্দরের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
হোয়াইট হাউজ ব্রিফিংয়ে রাশিয়ার মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ কাউন্সিলের মুখপাত্র জন কিরবি একে ‘রাশিয়ান ক্লাসিক বক্তৃতা’ বলে মন্তব্য করেছেন।