পুলিন দে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিপ্লবী ও অধ্যাপক পুলিন দে এর মত সাদাসিধে রাজনীতিক এখন নেই বললেই চলে। আজ স্বীকার করতে হয়, নেতার প্রতি কর্মীর শ্রদ্ধা এবং কর্মীর প্রতি নেতাদের মমত্ব নেই বললেই চলে।
এটা সত্যিকার অর্থে এক ধরনের সংকট। এই সংকট থেকে মুক্তি না পেলে দল, দেশ, সমাজ শুদ্ধ হবে না।
বুধবার (১১ অক্টোবর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত অগ্নিযুগের বিপ্লবী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক পুলিন দে এর ২৩ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের উপর হামলে পড়েছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষ আজ উদ্বিগ্ন। অথচ আমাদের দেশে ক্ষমতালোভী মার্কিন ও পশ্চিমা বিশ্বের সেবক বিএনপি ও ইসলামিক দলগুলো রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। এদের বিরুদ্ধে জাতিকে সতর্ক হতে হবে এবং এদের অপরাজনীতি মোকাবেলা করার হিম্মত অর্জন করতে হবে।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো. জাকারিয়া ও ইকবাল হাসান প্রমুখ।