পার্বত্য চট্টগ্রাম

পুলিশের উপর হামলাঃ খাগড়াছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

খাগড়াছড়িতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ ৪৪ জনের নাম উল্লেখ এবং অন্যদের অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া মানিকছড়ি ও মাটিরাঙ্গা থানায় আরও দুটি মামলা করা হয়েছে। মাটিরাঙ্গা থানার মামলার বাদী মো. পারভেজ মিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলায় ইতিমধ্যে ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিএনপির নেতারা। পুলিশ গায়েবি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গা উপজেলার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. নওশাদ হোসেন, রামগড় উপজেলার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহার মিয়া, সদর ইউনিয়নের সদস্য কাজী ইব্রাহিম, লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলী, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. আবদুল কাদের, মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাহ জাহান, পানছড়ি যুবদলের সদস্য জব্বার আলী ও পানছড়ির তিন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d