চট্টগ্রাম

পুলিশের হারানো ব্যাগ খুঁজে দিল পুলিশ

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কনস্টেবল শিল্পী আক্তার অলংকার থেকে সিএনজি অটোরিকশা চড়ে যান হালিশহরের শান্তিবাগে। সাথে ছিলেন তার মা’ও। সিএনজি থেকে নামার সময় তার সাথে থাকা হ্যান্ডব্যাগটি পেছনের সিটে রেখেই চলে যান বাসায়। যতক্ষণে খেয়ালে আসে, ততক্ষণে চলে যায় সিএনজিটিও। সেই ব্যাগেই ছিলো দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি ও ব্যাংকের এটিএম কার্ড। সাথে সাথে হালিশহর থানা পুলিশের শরণাপন্ন হলে মাত্র দুই ঘণ্টায় পুলিশ উদ্ধার করে সেই ব্যাগটি। আর সিএনজিটি শনাক্তে পুলিশকে সহায়তা করে ‘Hello CMP’ অ্যাপের ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার ডেটাবেইজ।

মঙ্গলবার (১৮ জুন) নগরের আকবরশাহ্ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে ওই সিএনজি চালককে শনাক্ত করে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই নারী কনস্টেবল থানা পুলিশকে ঘটনা জানানোর পরপরই উপ-পরিদর্শক তীথংকর দাস শান্তিবাগ এলাকাসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। টানা ২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হয়। এরপর ‘Hello CMP’ অ্যাপের ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার ডেটাবেইজ থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএনজিটির ড্রাইভার ও মালিকের নাম-ঠিকানা বের করে ব্যাগটি উদ্ধার করা হয়।

হারানো ব্যাগটি দ্রুতসময়ে পেয়ে নারী কনস্টেবল শিল্পী আক্তার বলেন, ‘হালিশহর থানা পুলিশের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। ওই ব্যাগের মধ্যেই দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি ও আমার ব্যাংকের এটিএম কার্ড ছিলো। যা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিলো। এই সেবার মাধ্যমে এখন পর্যন্ত আমার মতো অনেকেই উপকৃত হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার সুবিধা ভোগ করছে সব শ্রেণি-পেশার মানুষ। তারই অংশ হিসেবে এবার সুফল পেল স্বয়ং এক পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d