পূর্ণমন্ত্রী হওয়াকে প্রমোশনের দৃষ্টিতে দেখছেন না নওফেল
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়াকে কোনোভাবেই প্রমোশন কিংবা পুরষ্কারের দৃষ্টিতে দেখছেন না ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পঞ্চম মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী করা হয়েছে তাঁকে।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমি আগের সরকারে ছিলাম, এখন নতুনভাবে এই সরকার গঠন করার পর আমাকে নেওয়া হয়েছে। তাই এটিকে আমি কোনোভাবেই প্রমোশন বা পুরষ্কার— এই দৃষ্টিতে দেখতে চাই না। নতুন সরকারের নতুন যাত্রায় আমাকে সঙ্গী করেছেন।’
বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এবারের ইশতেহার অনুযায়ী সুশাসন এবং কর্মসংস্থানে জোর দেওয়া হচ্ছে জানিয়ে নওফেল বলেন, ‘আমাদের ইশতেহার অনুযায়ী এবার আমাদের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যে সরকারের সেবা…আমাদের যে কল্যাণময় রাষ্ট্র তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা এবং সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে যেন কোনো দুর্নীতি বা বিরম্বনা না হয়, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা যেন সুখকর অভিজ্ঞতা হয় সেই জায়গাটিতে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারি সেবা পাওয়ার জায়গাগুলো যদি উন্নত হয় তাহলে কর্মসংস্থানও বাড়বে। বিনিয়োগ যদি সহজ হয় তাহলে কর্মসংস্থান বাড়বে। আমাদের ইশতেহারের যে স্লোগানটি ‘উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার বাড়বে কর্মসংস্থান’