জাতীয়

পেট্রোল বোমা নিক্ষেপের সময় আটক, পুলিশকে জানালেন তিনি ‘বিএনপির লোক’

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সময় হাতেনাতে রিপন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে রামপুরা এলাকার রাস্তায় কয়েকজন নেমে একটি বাস টার্গেট করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

কিন্তু বাসে ধাক্কা লেগে বোমাটি রাস্তায় পড়ে জ্বলে উঠে। এ সময় হাতেনাতে একজনকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, আটক হওয়ার পর রিপন নামে ওই ব্যক্তি জানান, তিনি বিএনপির লোক। তার সঙ্গে বিএনপির রামপুরা থানার যুগ্ম আহ্বায়ক আলম, হেলাল কবীরসহ আরও কয়েকজন ছিলেন।

কোন কোন এলাকায় হামলার নির্দেশনা ছিল জানতে চাইলে রিপন পুলিশকে জানান, তাকে রামপুরাতেই আসতে বলা হয়েছিল। পরে আর কোথায় যেতে হবে, বলা হয়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রামপুরা এলাকায় একটি চলন্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা মারা হয়। সম্ভবত রাইদা পরিবহনের বাস ছিল, কিন্তু পেট্রোল বোমাটি বাসে ধাক্কা লেগে রাস্তায় পড়ে জ্বলে উঠে। বাসটি চলে যায়।

তিনি জানান, এ সময় রিপন নামে এক বিএনপি কর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।যাত্রীবেশে মিডলাইন পরিবহনে আগুন দেওয়া একজন আটক

মুগদা এলাকায় যাত্রীবেশে উঠে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।

মুগদা থানার ওসি আব্দুল মজিদ জানান, আটক আল আমিনসহ আরেকজন কমলাপুর থেকে যাত্রীবেশে বাসটিতে ওঠেন। মুগদা এলাকায় যাওয়ার পর তারা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে নেমে যায়। এ সময় বাসের হেলপার আল আমিনকে ধরে ফেলেন, সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে আটক করে।

বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে, তবে ততক্ষণে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d