খেলা

প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি-ডি মারিয়া!

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে নাইজেরিয়াকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ফাইনালে গোলও করেছিলেন ডি মারিয়া।

এই বছর প্যারিসে বসবে অলিম্পিকের আসর। অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও কোচ চাইলে তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনার ডিস্পোর্টস রেডিও তাদের এক খবরে জানিয়েছে, মেসি ও ডি মারিয়া নাকি প্যারিস অলিম্পিকে খেলতে চান। এ নিয়ে একই রকম রিপোর্ট করেছে গোল ডটকমও। তারা বলছে মেসি-ডি মারিয়ার খেলার সুযোগ আছে।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হাভিয়ের মাসচেরানো। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকবেন তিনি। মাসচেরানো ডিস্পোর্টসকে বলেন, ‘লিও ও অ্যাঞ্জেলের সুযোগ আছে সিদ্ধান্ত নেওয়ার। তারা অলিম্পিকে খেলতে চাইলে খেলবে পারে। আমি জানি অ্যাঞ্জেল (ডি মারিয়া) বলেছে কোপা আমেরিকা দিয়ে ক্যারিয়ার শেষ করবেন। অলিম্পিক দিয়ে শেষ করলে সেটিও খারাপ হবে না।’

কোপা আমেরিকার পর, জুলাইতে শুরু হবে অলিম্পিক গেমস। তবে সবার আগে আর্জেন্টিনাকে বাছাইপর্ব পেরোতে হবে অলিম্পিক ফুটবলে খেলতে হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d