চট্টগ্রাম

প্রকৌশলী এসএম রিজওয়ানুল বারী আর নেই

চট্টগ্রামের বিশিষ্ট প্রকৌশলী এসএম রিজওয়ানুল বারী (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এসএম রিজওয়ানুল বারী বিশিষ্ট শিল্পপতি মরহুম এসএম নাসির উদ্দিনের বড় ছেলে ও সিডিএ’র চেয়ারম্যান জহুরুল আলম দোভাসের আপন ভগ্নিপতি। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সদস্য ছিলেন।

মৃত্যুকাল তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মো. আবির। তিনি বলেন, আজ সকালে নগরীর একটি হাসপাতালে আমার বাবা ইন্তেকাল করেছেন। আজ বাদ আছর নগরীর চকবাজার অলি খাঁ মসজিদে বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d