প্রতিটি স্কুল-কলেজে মেয়র’স কাপ আয়োজন করা হবে: আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন,আগামী বছর ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের স্কুল ও কলেজ পর্যায়ে মেয়র’স কাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে। টুর্নামেন্টে ফুটবল, ক্রিকেট ও ভলিবলের পাশাপাশি ব্যাডমিন্টন খেলাও অন্তর্ভুক্ত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র’স কাপ-২০২৩ ফুটবল ফাইনাল খেলা শেষে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, খেলাধুলায় মেতে থাকি মাদককে না বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। আমরা মাঠে খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছি। ডিএনসিসিতে বেশকিছু মাঠের উন্নয়ন করে দিয়েছি। মেয়র’স কাপ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠে আনা সম্ভব হয়েছে।
মেয়র বলেন, সৌরভ গাঙ্গুলি এসে মেয়র’স কাপের ট্রফি উন্মোচন করেছেন। তিনি বলেছেন ডিএনসিসি মেয়র’স কাপের ক্রিকেট চ্যাম্পিয়ন দল কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা সিটির টিমের সঙ্গে খেলবে। এটি আয়োজনের আলোচনা চলছে।
ডিএনসিসি মেয়র কাপ ২০২৩-এর ফুটবল ফাইনাল ম্যাচে ঢাকা উত্তর সিটির ৩১ নম্বর ওয়ার্ড ও ৩৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৩৯ নম্বর ওয়ার্ড জয়লাভ করে।
২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, সমাবেশ কেন্দ্র করে যদি সিটি কর্পোরেশনের কোনো গাছ, লাইট, মিডিয়ান বা অন্য কোনো সম্পত্তির ক্ষতি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বাড়ি ঘেরাও করা হবে। কেউ নাশকতা করলে তা সহ্য করা হবে না।
তিনি বলেন, আজ মেয়র’স কাপ ফাইনাল খেলা শুরুর আগে মাঠেই কাউন্সিলরদের নিয়ে এ বিষয়ে জরুরি বৈঠক করেছি। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি যেন তারা নিজ নিজ এলাকায় সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষায় সচেতন থাকেন। কাউন্সিলররা নাশকতা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করবেন। তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খেলা শেষে ডিএনসিসি মেয়র অতিথিদের সঙ্গে নিয়ে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে মেয়র ছাড়াও আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ঢালা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ডিএনসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বাসেক প্রমুখ।