চট্টগ্রাম

প্রথম টোল দেবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত টোল কালেক্টর ঝুমুর

অপেক্ষার প্রহর একদম ঘনিয়ে এসেছে। যার হাত ধরে এ স্বপ্নদুয়ারের দোয়ার খুলবে তিনিও চলে এসেছেন চট্টগ্রামে। একইসঙ্গে এ ‘স্বপ্নদোয়ার’র প্রথম টোলও দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ টোল যিনি নিবেন তিনিও প্রধানমন্ত্রী থেকে প্রথম টোল আদায় নিতে পারবেন বলে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত বলে জানিয়েছেন টোল কালেক্টর ঝুমুর আক্তার।

তিনি বলেন, ‘এতটাই আনন্দা লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রথম টোল আদায় করবো। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দক্ষিণ এশিয়ার মধ্যে বঙ্গবন্ধ টাণেলটি উহার দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামবাসীর জন্য অনেকটা তাৎপর্যপূর্ণ। এ টানেলের মাধ্যমে কর্ণফুলীর নদীর তলদেশ থেকে সুড়ঙ্গটি এসেছে। যার মাধ্যমে দূরত্ব কমে যাবে।’

নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টায় সরকার প্রধান হেলিকপ্টারে করে পতেঙ্গায় নেভাল হেলিপ্যাডে পৌঁছান বলে তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান।

উদ্বোধন অনুষ্ঠান হবে টানেলের পতেঙ্গা প্রান্তে। পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে বেলা ১১টায় আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন তিনি। প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করবেন।

এ উপলক্ষে আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানেল উদ্বোধন উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করায় আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d