প্রথম দিনে ৪ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোট চার কোটি পাঁচ লাখ টাকা আয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় ফরম বিক্রি হয়েছে মোট ৮১০টি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শেষে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ২৭৫ জন সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবচেয়ে কম ফরম বিক্রি হয়েছে সিলেটে। এ বিভাগে বিক্রিত ফরমের সংখ্যা ২৬টি।
এছাড়া চট্টগ্রামে ১৪৯টি, রংপুরে ৭৫টি, খুলনায় ৭৭টি, রাজশাহী ৯০ টি এবং ময়মনসিংহ বিভাগে বিক্রিত ফরমের সংখ্যা ৬২টি।
প্রতিটি ফরম ৫০ হাজার টাকা হারে মোট ৮১০টি ফরমের বিপরীতে আওয়ামী লীগের আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা।
উল্লেখ্য, আগামী দুই দিন বুধবার ও বৃহস্পতিবার সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।