প্রধানমন্ত্রীকে দেখার জন্য আনোয়ারায় ভোর থেকে ছুটছে মানুষ
সূর্য উঠার আগ থেকে ঢাক-ঢোল পিটিয়ে, হলুদের রঙে রঙিন হয়ে প্রধানমন্ত্রীর জনসভায় সঙ্গীন হতে ছুটছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে হরেক রকমের নিরাপত্তার ব্যবস্থা।
জানা যায়, আজ শনিবার (২৮ অক্টোবর) ভোর চারটা থেকে দূরদূরান্ত থেকে সমাবেশস্থলে ছুটে আসছেন তারা।
আজ সকালে টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আনোয়ারায় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। আজ টানেল উদ্বোধন হলেও আগামীকাল তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বাংলাদেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এ টানেলের মাধ্যমে দেশের শিল্পায়ন, পর্যটন, অর্থনীতিসহ অন্যান্য খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। টানেল চালু হওয়ার ফলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ১৬৬ শতাংশ। এ ছাড়া ফিন্যানশিয়াল এবং ইকোনমিক্যাল ‘বেনিফিট কস্ট রেশিও (বিসিআর)’-এর পরিমাণ গিয়ে দাঁড়াবে ১ দশমিক ০৫ এবং ১ দশমিক ৫০।