চট্টগ্রামরাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া ও আশীর্বাদ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে ‘ফুলকপি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন ঘিরে চট্টগ্রাম-৮ আসনের জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে হবে। ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে।’

বিজয় কুমার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেসো শ্বশুর অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আমাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তিনি বোয়ালখালীবাসীকে সালাম-নমস্কার জানিয়েছেন। আবারও নির্বাচিত হয়ে এই আসনের জনগণের জীবনমান উন্নয়নের ইচ্ছে প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী ‘ফুলকপি’ প্রতীকের বিজয় কুমার চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এই আওয়ামী লীগ নেতার গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলি গ্রামে। পেশায় প্রকৌশলী হিসেবে বিজয় ২০০০-২০১০ পর্যন্ত (১১ বছর) বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) এ কর্মরত ছিলেন। বিজিএসএল বর্তমানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) নামে পরিচিত। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d