চট্টগ্রাম

প্রধানমন্ত্রী তনয়াকে অভিনন্দন জানালেন নওফেল

প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক নির্বা‌চিত হ‌ওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের এমপি ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (১ নভেম্বর) এমপি নওফেল তার ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে নবনির্বাচিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। অভিনন্দন সায়মা ওয়াজেদ পুতুল’

তিনি আরও লিখেন, ‘আঞ্চলিক পরিচালক নির্বাচনে সায়মা ওয়াজেদ পুতুল আট ভোট ও তার নিকটবর্তী প্রার্থী ডা. শম্ভু প্রসাদ আচার্য পেয়েছেন দুই ভোট। আগামী পাঁচ বছর সায়মা ওয়াজেদ এ প‌দে দা‌য়িত্ব পালন কর‌বেন।’

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট ১১টি দেশ প্রতিনিধিত্ব করে। ভোটাভুটিতে বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর অংশ নেয়। ভারতের রাজধানী দিল্লিতে গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়। একটি দেশ ভোটদানে বিরত থাকে।

এর আগে সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়। সায়মা ওয়াজেদ পুতুলের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d