চট্টগ্রাম

প্রবাসীর ৩৭৯ সন্তানকে ১ কোটি ১০ লাখ টাকার বৃত্তি ও ভাতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে অসুস্থ প্রবাসী কর্মী ও তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে।

৩৭৯ জনকে ১ কোটি ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার চেক দেওয়া হয়।

এর মধ্যে এইচএসসি ক্যাটাগরির ২০২১ সালের প্রতিজনকে ৩৪ হাজার টাকা করে ১০০ শিক্ষার্থীকে মোট ৩৪ লাখ টাকা ও এসএসসি ক্যাটাগরির ২০২২ সালের প্রতিজনকে ২৭ হাজার ৫০০ টাকা করে ২৪৩ শিক্ষার্থীকে মোট ৬৬ লাখ ৮২ হাজার ৫০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ক্যাটাগরির ২০২১ ও ২০২২ সালের প্রতিজনকে ১২ হাজার টাকা করে ৪০ জনকে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া তিনজন অসুস্থ প্রবাসী কর্মীকে ১ লাখ ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) শোয়াইব আহমাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু রায়হান দোলন এবং বিশ্বব্যাংক ঢাকা অফিসের টাস্ক টিম লিডার আনিকা রহমান।

কাতার প্রবাসী দিদারুল আলম বলেন, প্রবাসী হিসেবে আমি গর্বিত ও আবেগ আপ্লুত কারণ এত বড় অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীর সন্তানদের সরকার শিক্ষাবৃত্তির চেক দিচ্ছে। এটা আমার কাছে শুধু চেক নয়, সম্মাননা সূচক মুকুট।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন Recovery and Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returing Migrants শীর্ষক প্রকল্পের প্রচারণার অংশ হিসেবে সেমিনার আয়োজন করা হয়।

প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনারে ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের প্রকল্প পরিচালক মো. জাহিদ আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) শোয়াইব আহমাদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের টাস্ক টিম লিডার আনিকা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d