প্রবাসী বন্ধুর পাঠানো স্বর্ণ আত্মসাতের চেষ্টা, অবশেষে ধরা
বন্ধুর হাতে করে ২৩ ভরি স্বর্ণ দেশে পাঠিয়েছিলেন সৌদি প্রবাসী বাবুল মিয়া। এতগুলো স্বর্ণালংকারের লোভ সামলাতে না পেরে দেশে এসেই বন্ধু বাবুল মিয়ার সাথে সব যোগাযোগ ছিন্ন করে দেন সাইমন উদ্দিন।
বাবুল মিয়ার ভাই আব্দুল খালেক জানতে চাইলে তার কাছে স্বর্ণালংকারের কথা সম্পূর্ণ অস্বীকার করেন সাইমন উদ্দিন। সাইমনের আত্মসাতের উদ্দেশ্যে ধরতে পেরে প্রবাসীর ছোটভাই আব্দুল খালেক গত ২১ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরির সূত্র ধরে শুক্রবার রাতে সাইমন উদ্দিনকে আটক ও পরবর্তীতে ২৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, ‘বিমানবন্দর থানায় দায়ের করা সাধারণ ডায়রির ভিত্তিতে এসপি স্যারের মৌখিক নির্দেশনায় অভিযানে সাইমন উদ্দিনের কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণালংকার উদ্ধারের পর বাদিপক্ষ সাইমুন উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার বাবুল মিয়ার ভাই আব্দুল খালেককে বুঝিয়ে দেওয়া হয়েছে।’