রাজনীতি

প্রার্থিতা ফেরত-বাতিলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত ও বাতিলে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া আপিলের শুনানি শুরু হয়েছে। এরপরই চূড়ান্ত হবে ৩শ’ আসনে প্রার্থিতা।

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন এ আপিল নিষ্পত্তির শুনানি শুরু করে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে গতকাল শনিবার শেষ দিনে ১৩০টিসহ ৫দিনে আপিল হয়েছে ৫৬১টি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d