চট্টগ্রাম

ফটিকছড়িতে অ্যাম্বুলেন্স ও গাড়িতে ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

ফটিকছড়িতে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ও সঙ্গে থাকা আত্মীয়দের মাইক্রোবাসে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের টেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর পর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে পরিবারের সদস্যরা উত্তর ফটিকছড়িতে ফিরছিলেন। অ্যাম্বুল্যান্সের পেছনে হাইস মাইক্রোবাসে ছিলেন স্বজনরা।

নারায়ণহাট ভাঙা ব্রিজ পেরিয়ে টেকের দোকান এলাকায় পৌঁছালে ডাকাত দল অ্যাম্বুল্যান্স ও মাইক্রোবাসের গতিরোধ করে ৬-৭ জনের মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা, নারীদের স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেয়। পরে গাড়ি ভাংচুর করে এবং স্বজনদের মারধর করে। এসময় নারীদের শ্লীলতাহানিও করে তারা।

ভূজপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নারায়ণহাটে ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d