ফটিকছড়িতে দিগুণ দামে পেঁয়াজ বিক্রি, লাখ টাকা জরিমানা
ফটিকছড়ির নাজিরহাট বাজারে পেঁয়াজ মজুদ রেখে ক্রয় মূলের দিগুণ দামে বিক্রি করায় ২ জন পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা এবং মোট ৭জন ব্যবসায়ীকে সর্বমোট একক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী পরিচালক মো: মোজাম্মেল হক চৌধুরী।
এই সময় নাজিরহাট বাজারে পাইকারী পেয়াজ ব্যবসায়ী সাহাব উদ্দিন ও রাশেদুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এছাড়াও নাজিরহাট বাজার ও বিবিরহাট বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ীকে বেশী মূল্যে পেয়াজ বিক্রয় ও মূল্য তালিকা না থাকার কারণে একই আইনে জরিমানা করা হয়। মোট সাতজন ব্যবসায়ীকে সর্বমোট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোজাম্মেল হক।