ফটিকছড়িতে সাকার মাছের আবির্ভাব: জীববৈচিত্র্যের জন্য হুমকি?
ফটিকছড়ির উপজেলা পূর্ব-ফরহাদাবাদ গ্রামে সোমবার বন্যার পানিতে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। স্থানীয় জেলে মো. তৌহিদুল আলমের জালে আটকা পড়া এই মাছটি সাকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত।
প্রাণিবিদরা জানিয়েছেন, এই মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে রাখা হয় এবং এটি মিঠা পানির তলদেশে বাস করে। তবে বন্যার কারণে এটি বাংলাদেশের বিভিন্ন নদী-নালায় ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, “সাকার মাছটি এখন বাংলাদেশের প্রত্যেকটা নদী-পুকুরে ভর্তি হয়ে যাচ্ছে। এই বন্যায় তারা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, যা আমাদের জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে।”
স্থানীয়রা এই বিরল মাছটি দেখতে ভিড় জমিয়েছেন। মাছটির শরীরে বাদামি রং এবং ছোট-কালো বিন্দু থাকায় এটিকে ‘বিরল মাছ’ নামে ডাকা হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, বন্যার পানিতে ভেসে এসে এই ধরনের মাছ মাঝেমধ্যে পাওয়া যায়। তবে সাকার মাছের বিস্তার স্থানীয় জীববৈচিত্র্যের জন্য উদ্বেগের কারণ।
এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বের দিকে আবারও দৃষ্টি আকর্ষণ করেছে।