চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়ি পৌর কাউন্সিলর ফিরোজা পেলেন জয়িতা সম্মাননা

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম টানা ৩১ বছর ধরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভা হওয়ার আগেই ১৯৯২ সালে ধুরং ইউনিয়নের এ-ওয়ার্ডের (১, ২ ও ৩ ওয়ার্ড) সংরক্ষিত নারী সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন। সেই থেকেই শুরু, এখনো ওই একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে জনগণের সেবা করে চলেছেন তিনি।

নারীর ক্ষমতায়নে কাজ করে চলা এই নারী পেলেন জয়িতা সম্মাননা। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা পর্যায়ে এবার নির্বাচিত জয়িতা সম্মাননা পেলেন ফিরোজা বেগম। বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিরোজা বেগমসহ উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহর সঞ্চালনায় সংবর্ধিত অতিথিরা ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর ফিরোজা বেগম দীর্ঘ যাত্রায় নানা প্রতিকূলতা পেরিয়ে মানুষের ভালবাসার জনপ্রতিনিধি হিসেবে পরিচয় পেয়েছেন। স্থানীয়দের কাছে তার কথা তুলে ধরলেই এক বাক্যে বলে ওঠেন- তার (ফিরোজা) মতো জনপ্রতিনিধি হয় না, তাকে সবসময় আমরা পাশে পাই।

এছাড়া তিনি ধুরুং কে এম টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ফটিকছড়ি উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির সাবেক সদস্য, ফটিকছড়ি থানা মহিলা মেম্বার সমিতির সাবেক আহ্বায়ক, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য, ফটিকছড়ি উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, ফটিকছড়ি পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি, ফটিকছড়ি ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d