ফিনল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় ফিনল্যান্ডে উদযাপিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেলসিংকি শহরের ডেপুটি মেয়র ড্যানিয়েল সাজোনোভ। সংক্ষিপ্ত আলোচনায় ড্যানিয়েল সাজোনোভ ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিদেশি কমিউনিটির ভাষা ও সংস্কৃতি রক্ষায় হেলসিংকি সিটির নানা উদ্যোগের কথা জানান তিনি।
ভিডিও বক্তব্য দেন ফিনিশ পার্লামেন্টের সদস্য আত্তে কালেভা। তিনি ফিনল্যান্ডের বিভিন্ন কিউনিটির মানুষদের প্রতি তার ব্যক্তিগত এবং তার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে ভূইয়াঁ এন জামান বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানান। পাশাপাশি ফিনল্যান্ডসহ ইউরোপে সরকারিভাবে ভাষা শহীদ দিবস পালন এবং বাংলাকে হেলসিংকি শহরের তথ্যভাষা হিসেবে প্রচলনেরও দাবি জানায়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির শাহরিয়ার মাহমুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন অনুরূপ দাশ টিটু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন সংবাদ২১ডটকম প্রকাশক তাসলিমা জামান।