আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যা বললেন ওবামা

হামাস ও ইসরায়েলের মধ্য চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে বিষয়টির সমালোচনা করে ওবামা বলেন, ‘দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।’ খবর সিএনএ

গতকাল শনিবার পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা ভয়াবহ, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা সহ্যের বাইরে।

তিনি বলেন, কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়।

তিনি আরও বলেন, গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে তার সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই।

ওবামা ‘টিকটক ভিত্তিক আন্দোলনের’ সমালোচনা করে বলেন, এর মাধ্যমে চলমান পরিস্থিতির সরলীকরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d