ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতা ও হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় সম্মিলিত ওলামা মাশায়েখের উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া উপজেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও সাতকানিয়া আখতারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন।
তিনি বলেন, ‘ইসরায়েল হচ্ছে রক্ত পিপাসু বর্বর জাতি। ইহুদিরা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণিত জাতি হিসেবে পরিচিত। তারা অব্যাহতভাবে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের অবমাননা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপরে ধারাবাহিকভাবে নির্যাতন চালিয়ে ইতিহাসে তাদের পরিচিতি পুরাবৃত্তি করল। যা সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে ইসরায়েলি এ আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যথা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হামলার দাঁত ভাঙ্গা জবাব দেবে।
এ সময় উপজেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মাওলানা আহমদুল হক ছিদ্দিকি উপদেষ্টা মাওলানা আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রিদওয়ানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন ও সহ-প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের দক্ষিণ দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় গিয়ে শেষ হয়।