ফেনসিডিলসহ গ্রেপ্তার ট্রাকচালকের যাবজ্জীবন
সীতাকুণ্ড থানার ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. নজরুল ইসলাম মুন্সী নামে একজন ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.সরওয়ার আলমের আদালত এই রায় দেন।
মো. নজরুল ইসলাম মুন্সী, মাদারীপুর জেলার শিবচর থানার কাবিলপুর উত্তর পাড়ার মৃত গফুর মুন্সীর ছেলে।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ৪৪২ বোতল ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাকচালক মো. নজরুল ইসলাম মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দিয়েছেন।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ এপ্রিল সীতাকুণ্ড থানার দক্ষিণ মহাদেবপুর সাব-প্লাস সিএনজি পাম্পের সামনে থেকে ট্রাকচালক নজরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-৭। এ সময় ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ তৎকালীন ডিএডি মো.ফজলুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।