আন্তর্জাতিক

ফের মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

মুসলিমদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেই অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছেন তিনি।

কিছুদিন পরপরই বেফাস মন্তব্য করে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তার এমন কার্যকলাপ বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ বেশি। প্রায় প্রতিদিনই নির্বাচনী প্রচারণা বা কোনো সম্মেলনে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন তিনি।

এবার মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ট্রাম্প। সম্প্রতি নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ইহুদি সম্মেলনে যোগ দেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। এসময় ফের নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে ‘প্রতিশ্রুতি’ দেন তিনি।

২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও সুদান থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে ব্যাপক বিধি-নিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

এর আগে হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পরও ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে হামাস সমর্থনকারী অভিবাসনপ্রত্যাশীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না তিনি। এমনকি ইসরাইল-বিরোধীদের জন্য অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকি দেন।

সেইসঙ্গে হামাসের সমর্থনে যুক্তরাষ্ট্রের মাটিতে যেকোনো প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে, ট্রাম্পের এমন মন্তব্যর পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ইহুদিদের সমর্থন পেতেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে মত বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d