ফেসবুকে চাতরী ইউনিয়ন চেয়ারম্যানকে হুমকি, থানায় অভিযোগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ জুন) এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
আফতাব উদ্দিন চৌধুরী সোহেল জানান, আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে আমি বিভিন্ন মাধ্যমে জীবননাশের হুমকি পেয়ে আসছিলাম। পেশাগত-পারিবারিক কিংবা ব্যক্তিগত প্রয়োজনে আমি স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি। আমার ব্যবহৃত ফোন, ফেসবুক আইডি ও মেসেঞ্জারে বাবুর সৈনিক নামে ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে একটি মেসেজ দেয় আমাকে গালি দিয়ে ছুরি মেরে ভুঁড়ি বের করে ফেলার হুমকি দেয়। আমার জীবনের নিরাপত্তার প্রতি হুমকি তাই আমি থানায় অভিযোগ করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহেল আহমেদ বলেন, ফেসবুকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় একটি জিডি দায়ের করেছে চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপরাধী চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।