জাতীয়

ফেসবুকে হুঁশিয়ারি দিলেন আনারকন্যা

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় রহস্যজনকভাবে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

স্নায়ুরোগের চিকিৎসা নিতে তিনি ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান; কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

এ ঘটনা প্রকাশ্যে আসে গত ২১ মে। ওই দিনই রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতায় জড়িতের অভিযোগ এনে অনেকে স্ট্যাটাস দেন এমপি আজীমকে নিয়ে। শুধু তাই নয়, তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক পোস্টের কমেন্টে বাজে বাজে মন্তব্য করতেও দেখা যায়।

এ নিয়ে সোমবার বাজে মন্তব্য করা ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন আনারকন্যা।

এতে ডরিন লেখেন- আমি আইডিগুলো নিয়ে রাখছি, আইনের আওতায় নিয়ে আসব তাদের অবশ্যই। সেটা ফেক আইডি হলেও সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d