অর্থনীতিজাতীয়

ফ্রিল্যান্সারদের উৎসে কর দিতে হবে না: বাংলাদেশ ব্যাংক

দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর কর বসানো নিয়ে বিতর্কের মধ্যে এ বিষয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফ্রিল্যান্সারদের কোনো উৎসে কর দিতে হবে না বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়োজিত সব ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘আইটি ফ্রিল্যান্সিং খাত হতে কোনো উৎসে কর কর্তন করা যাবে না।’

দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর ১০ শতাংশ কর দেয়া নিয়ে যে ব্যাপক বিতর্কের মধ্যে শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না।

করারোপের খবর নিয়ে দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে।

গত কয়েক বছরে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কাজের বাজারের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। তারা আপওয়ার্ক, ফাইভআর, ফ্রিল্যান্সার, গুরু, পিপলপারআওয়ারের মতো বিশ্বের নেতৃস্থানীয় চাকরির বাজারগুলোতে অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন।

এর পাশাপাশি দেশের মধ্যে ব্লগ লিখে ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট বানিয়ে গুগল, ফেসবুক থেকেও আয় করছেন বহু মানুষ।

মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্টের হিসেবে, ফ্রিল্যান্সিংয়ে শীর্ষস্থানীয় দেশ ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা, দেশে ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছেন, যারা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করেছেন। আর এদের বার্ষিক আয় এক বিলিয়ন ডলারের বেশি।

১০ শতাংশ কর দেয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d