ফ্লাই দুবাই বন্ধ, চট্টগ্রাম-মধ্যপ্রাচ্য রুটে ভাড়া আকাশচুম্বী
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ সেপ্টেম্বর থেকে ফ্লাই দুবাইয়ের সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে।
এর ফলে চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। একইসঙ্গে এই রুটে অন্যান্য বিমান সংস্থাগুলোর ভাড়াও বেড়ে গেছে।
ফ্লাই দুবাই কর্তৃপক্ষ ফ্লাইট বন্ধের কারণ হিসেবে উড়োজাহাজ সংকটকে দায়ী করলেও, এভিয়েশন সেক্টরের বিশেষজ্ঞরা মনে করছেন আসল কারণ হলো গ্রাউন্ড সেলস এজেন্ট (জিএসএ) নিয়ে জটিলতা।
তারা বলছেন, ফ্লাই দুবাই নতুন জিএসএ নিয়োগ করতে চাইছে, এবং এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে তাদের ফ্লাইট বন্ধ থাকবে।
এদিকে, ফ্লাই দুবাই বন্ধ হওয়ায় চট্টগ্রাম-দুবাই রুটে যাত্রীদের চাপ পড়েছে অন্যান্য বিমান সংস্থাগুলোর ওপর। এর ফলে এয়ার এরাবিয়া, বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, ফ্লাই দুবাই বন্ধের পর এই রুটগুলোতে আগের তুলনায় ভাড়া ১০ হাজার টাকা বেড়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২০২৪ সালের জানুয়ারি-জুন পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার আন্তর্জাতিক যাত্রী আসা-যাওয়া করেছে, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যগামী।
ফ্লাই দুবাই বন্ধ হওয়ায় এই বিপুল সংখ্যক যাত্রী এখন ভোগান্তির শিকার হচ্ছে এবং বাড়তি ভাড়া গুনতে বাধ্য হচ্ছে।