বগুড়ায় বিএনপির অবরোধে ট্রাক–কাভার্ডভ্যান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
বগুড়ায় বিএনপির ডাকা দ্বিতীয়দফা অবরোধে কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা।
আজ রোববার সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর তিনমাথা, মেডিকেলসহ বিভিন্ন এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা ককটেল বিস্ফোরণ ঘটান।
জানা যায়, সকালে পুলিশ টহলে যানবাহন পাড়ি দেওয়ার সময় পেছন থেকে ৪ থেকে ৫টি ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে। পাল্টা জবাবে অবরোধকারীরা ককটেল নিক্ষেপ করে। পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনো বিভিন্নস্থানে ঝটিকা মিছিল এবং অতর্কিতে হামলা চালাচ্ছে বিএনপি সমর্থকরা।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বগুড়াসহ উত্তরবঙ্গের প্রতিটি সড়ক–মহাসড়ক ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। আর চোরাগুপ্তা হামলা ঠেকাতে মোবাইল পেট্রোলিং টিম বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার, র্যাব, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।
এদিকে, বগুড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা শান্তি ও প্রতিবাদ সমাবেশ করেছে। শহরের বনানী বাইপাস মোড় এবং মাটিডালী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা সমাবেশ থেকে বিএনপির জ্বালাও–পোড়াওয়ের রাজনীতি থেকে সরে এসে শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানান।