জাতীয়শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

শুক্রবার (২৭ অক্টোবর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

একই সঙ্গে তিনি বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এমআইইউ’র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের ডেপুটি ডিরেক্টর জামাল হোসেন- সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, এমআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলামের মৃত্যুতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর- এর পদটি শূণ্য হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (৬) ধারার আলোকে এবং ২৬ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ৭৯তম (জরুরি) সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর- এর অনুমোদনক্রমে নিয়োগ প্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান-কে সাময়িকভাবে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হয়।

ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পাওয়ায় প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহেন মাহবুব-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d