বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ শ্রীলঙ্কা, তৃতীয় জয়ের সুযোগ আফগানদের
চলমান ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। আফগান পেসার ফারুকির বোলিং তোপে ২৪১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ইতোমধ্যেই চলতি বিশ্বকাপে দুই জয় তুলে নেয়া আফগানদের সামনে রয়েছে তৃতীয় জয় তুলে নেয়ার দুর্দান্ত সুযোগ।
পুনেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দেখেশুনে শুরু করে লঙ্কান দুই ওপেনার। দলীয় ২২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙে দেন ফজলহক ফারুকি। ২১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন দিমুথ করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও মেন্ডিসের ৬২ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু সেই জুটিটি ভাঙে নিশাঙ্কাকে আজমতউল্লাহ ওমরজাই তুলে নিলে। ৬০ বলে ৫ বাউন্ডারিতে ৪৬ রান করেন নিশাঙ্কা।
এরপর সামারাবিক্রমাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। এরপরই ব্যাটিং ধস নামে শ্রীলঙ্কার। ৫০ বলে ৩৯ রান করে আউট হন কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৩৬ রান। ধনঞ্জয়া ডি সিলভা ১৪, চারিথ আসালাঙ্কা ২২ করে আউট হলে ৭ উইকেটে ১৮৫ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। সেখান থেকে ম্যাথিউস আর থিকসানা দলকে মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে নিয়ে যান। আফগানিস্তানের পক্ষে পেসার ফারুকি নেন ৪ উইকেট। ২টি উইকেট শিকার মুজিব উর রহমানের।