জাতীয়

বনশ্রীতে অছিম পরিবহনের বাসে আগুন, হেলপার দগ্ধ

রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আজ সকালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আগুনে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক।এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি।

রোববার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।সবুজকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে অবরোধ কর্মসূচি শুরুর আগে গতরাতে সারাদেশে ৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার সকাল সাড়ে ৬টার মধ্যে বাসগুলোতে উচ্ছৃঙ্খল জনতা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর বাইরে স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া যায়।মিডিয়া সেল জানায়, ঢাকা সিটিতে রাতে ৬টি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুটি এবং ভোলার চরফ্যাসনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ পার্টি অফিস এবং রংপুরের পীরগঞ্জে একটি পরত্যক্ত টায়ার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

যেসব বাস ও স্থাপনায় আগুন দেওয়া হয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের বাস, এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটি বাস, সায়েদাবাদের মোড়ে রাইদা পরিবহনের বাস, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহন বাস, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের বাস, ভোলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস পরিবহনের বাস, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ পার্টি অফিস, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন, মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের কাছে বাসে আগুন, শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ বাসে আগুন, মিরপুর ৬ নম্বরে বাসে আগুন এবং গাজীপুরের ভোগরা এলাকায় বাসে আগুন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d