বন্দর ছেড়েছে রাশিয়ার তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে রাশিয়ার তিন যুদ্ধজাহাজ। মঙ্গলবার (১৪ নভেম্বর) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
প্রায় অর্ধশতাব্দী পরে রবিবার রুশ নৌবহরের সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল ত্রিবুতস’ ও ‘অ্যাডমিরাল প্যানতেলেইয়েভ’ ও জ্বালানিবাহী ট্যাংকার ‘পেচেনগা’ চট্টগ্রামে ভিড়ে।
আইএসপিআর থেকে জানানো হয়েছে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছিল ওই তিন জাহাজ।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সূত্রে জানায়, রাশিয়া নৌবাহিনীর জাহাজ তিনটি গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি রাশিয়া নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জাহাজ তিনটি বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলোর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।