বন্দিকে স্মার্টফোন দেওয়ার চেষ্টা, কারারক্ষী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ থাকা এক বন্দিকে গোপনে স্মার্টফোন দেওয়ার চেষ্টায় এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত নিরাপত্তা টাওয়ারে ডিউটি করছিলেন কারারক্ষী মাহফুজ হাসান রনি। গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি একটি স্মার্টফোন কারাগারের এক বন্দিকে দিচ্ছেন।
এ সময় কারারক্ষী মাহফুজ হাসান রনির দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো একটি স্মার্টফোন ও একটি চার্জার উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, টাওয়ার থেকে ঢিল ছুড়ে মোবাইল ফোনটি কারাগারের ভেতর ওই বন্দিকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই কারারক্ষী। এ ঘটনার পর কারারক্ষী মাহফুজ হাসান রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরে তাকে শরিয়তপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে। এ ব্যাপারে কারারক্ষী মাহফুজ হাসান রনির বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।