চট্টগ্রাম

বন্ধ বাস, মহাসড়কে অটোরিকশার রাজত্ব

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে কপাল খুলে চট্টগ্রামের মিরসরাইয়ের সিএনজিচালিত অটোরিকশা চালকদের। অবরোধে দুদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চলাচল বন্ধ আছে। চলছে না অভ্যন্তরীণ বাসও। তিন চাকার বাহন চলাচল নিষিদ্ধ হলেও অবরোধে মহাসড়কে অটোরিকশার রাজত্ব চলছে। যাত্রীরাও বাস না পেয়ে বাধ্য হয়ে অটোরিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, অবরোধের কারণে মানুষ অটোরিকশায় চলাচল করছেন। বাসের তুলনায় ভাড়া বেশি হলেও কিছু করার নেই। অন্যসময় পুলিশের ভয়ে সড়কে অটোরিকশা না তুললেও এখন দিব্যি চলছে। পুলিশ দেখলেও মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে কিছু বলছে না।

মিরসরাই সদর থেকে বারইয়ারহাট যাওয়া দিদারুল আলম বলেন, অবরোধের কারণে সড়কে কোনো বাস নেই। আগে উত্তরা ও চট্টগ্রাম-ফেনী রুটে চলাচল করা বিভিন্ন লোকাল বাসে আসা যাওয়া করতাম। এখন বাস বন্ধ থাকায় অটোরিকশাযোগে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। উপায় নেই, যেতে হবে।

ফাহমিদা আক্তার নামে এক নারী বলে, বাস চলাচল না করায় সুযোগটা অটোরিকশা কাজে লাগাচ্ছে। ১০ টাকার ভাড়া এখন ৩০ টাকা নিচ্ছে। ভাড়া বেশি নিচ্ছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, অবরোধের কারণে মহাসড়কে কিছু অটোরিকশা চলতে পারে। তবে খুব বেশি না। কারণ বাস যেহেতু নেই, মানুষ তো আসা-যাওয়া করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d