বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
চকরিয়ায় বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপজেলায় প্রশাসন জরুরি ভিত্তিতে ২০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে।
চকরিয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। পৌরসভা ছাড়া ১৬ ইউনিয়নে ১ টন করে, হারবাং ও বরইতলী ইউনিয়নে ২ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার নিশ্চিত করেছেন।