বন্যার কারণে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ এখনও বন্ধ, স্থানীয় ট্রেন চলাচল শুরু
চট্টগ্রাম থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। ফেনী থেকে হাসানপুর পর্যন্ত রেললাইন এখনও পানির নিচে ডুবে থাকায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা নিশ্চিত করতে পারেননি রেলওয়ের কর্মকর্তারা।
তবে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে কক্সবাজার স্পেশাল ট্রেন ছেড়ে আসবে। এ ছাড়া সন্ধ্যা ৬:৩০ এ নাজিরহাট লোকাল ট্রেন চলার কথা রয়েছে।
এর আগে আজ সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানিবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে যথাক্রমে ক্যাম্পাস ও দোহাজারীর উদ্দেশে ছেড়ে গেছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা জানিয়েছেন, বন্যায় রেললাইনের ক্ষয়ক্ষতি এখনো পরিমাপ করা যাচ্ছে না। পানি নামার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু হবে এবং এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।