বন্যার সুযোগে দাম বাড়িয়ে ধরা, চট্টগ্রামে অভিযান
নগরীর বক্সীর হাট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে পরিচালিত এই অভিযানে চিড়া, মুড়ি, ডিম, কাচামরিচ, পেঁয়াজ, রসুন আদা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভয়াবহ বন্যার সুযোগে এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছিল কিছু ব্যবসায়ী। এ অবস্থায় ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে দোষী সাব্যস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে পূর্বের দামেই পণ্য বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। তারা ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি কেউ কোনো অনিয়ম লক্ষ্য করেন তাহলে অবশ্যই অধিদপ্তরে অভিযোগ করবেন।