খেলা

বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। এবারের আসরের জন্য শক্তিশালি এক দলই ঘোষণা করেছে ইংলিশরা। তবে টুর্নামেন্টে খুব ভালো অবস্থানে নেই জস বাটলারের দল। বৃষ্টির বাঁধায় স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় জোটে ১ পয়েন্ট। এরপর গতকাল হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে।

এবারের বিশ্বকাপে বড় রানের ম্যাচ দেখা গিয়েছে খুবই কম। কদিন আগে শেষ হওয়া আইপিএলে যেখানে হরহামেশাই দলীয় রান দুইশর কোটা ছাড়িয়েছে সেখানে বিশ্বকাপে এসে রান খরাই হয়ে দাঁড়িয়েছে নিয়মিত চিত্র। তবে এ ধারা ভেঙেছে কাল। এবারের আসরে প্রথম দুশ পেরনো সংগ্রহ পেয়েছে অজিরা।

ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ১৬ বল খেলে তিনি করেন ৩৯ রান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ওয়এনার ট্রাভিস হেড। তিনি করেছেন ১৮ বলে ৩৪। তবে দলীয় ৭৪ রানেই সাজঘরে ফিরেন এই দুই ওপেনার।

দুই ওপেনারের এনে দেয়া ঝড়ো সূচনার উপর ভর করেই কাল পরে বড় সংগ্রহ পায় অজিরা। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা দলের জন্য কার্যকরী ইনিংস খেলেছেন। ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের পুঁজি পায় অজিরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশদের শুরুটাও হয়েছিল অজিদের মতই। ফিল সল্ট ও অধিনায়ক বাটলার মিলে সাত ওভারেই তুলেছিলেন ৭৩ রান। এরপর সল্ট ফিরলেও ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন বাটলার। দলীয় ৯২ রনে ইংলিশ অধিনায়ক ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানেই থামতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ৩৬ রানের জয়ে শেষ আট অনেকটাই নিশ্চিত করেছে অজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d