বিনোদন

বলিউডে কাজের অনুমতি পেলেন পাকিস্তানি শিল্পীরা

শিল্পীদের কোন সীমানা নেই। প্রতিভার বিচরণ যেন বাধা মানে না। কিন্তু শিল্পীরা বাধা পড়েন কখনও কখনও। ২০১৬ সাল থেকে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করতে বাধা দেয়া হয়। এবার ৭ বছর পর আবার ভারতে কাজের অনুমতি পেল পাকিস্তানি শিল্পীরা।

সেপ্টেম্বর ২০১৬ সালে চারজন আক্রমণকারী ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর উরিতে আক্রমণ করলে ১৯ জন সৈন্য মারা যান। ৩১ ডিসেম্বর ২০১৭-এ লেথপোরার কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রটিতেও হামলাকারীদের আক্রমণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের আশেপাশে এই হামলা হয়েছিল।

এই হামলার পর থেকে বন্ধ করে দেয়া হয় ভারতের বিনোদন অঙ্গনে পাকিস্তানি শিল্পীদের কাজ। তাদের বয়কটের ডাক দেন ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)।

রাহাত ফাতেহ আলি খান, আতিফ আসলাম, আলি জাফর ও ফাওয়াদ খান থেকে মাহিরা খান ও সজল আলিরাসহ অনেক শিল্পীদের বিচরন ছিল বলিউডে। মাঝখানে সাত বছর কেটে যাওয়ার পর আবার বলি পাড়ায় আগমনের সুযোগ পাচ্ছে জনপ্রিয় এই শিল্পীরা।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সাত বছর পর আবার ভারতের সিনেমা, ওয়েব সিরিজে দেখা যেতে পারে পাকিস্তানি তারকাদের। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন কর্মকর্তা আনোয়ার কুরেশি পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ বন্ধ করতে চেয়েছিলেন।

গত ১৭ অক্টোবর মুম্বাই হাইকোর্টের কাছে তিনি আবেদন জানান। তবে সেই আবেদনের অনুমোদন দেয়নি উচ্চ আদালত। মুম্বাই হাইকোর্ট জানিয়েছে, পাকিস্তানের শিল্পীরা এখন থেকে এদেশে কাজ করতে পারবেন।

চলতি ক্রিকেট বিশ্বকাপ ঘিরে ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়। সেই সূত্র ধরেই দীর্ঘদিনের বন্ধ হওয়া বিনোদন অঙ্গনও খুলে দেয়া হয় পাকিস্তানি শিল্পীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d