দেশজুড়ে

বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা

প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে এক সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকালে মোংলা থানায় এই মামলা (নম্বর-৪) করেন মোংলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, ‘প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাৎ করেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার ও বড়ইতলা গ্রামের আসাদুল মৃধার ছেলে রাজিব মৃধা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে আসেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী। পরে তার বিরুদ্ধে প্রতারণা করে সরকারি চাল আত্মসাতের দায়ে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রেকর্ড করা হয়।’

মামলার বাদী মোংলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ডিলার রাজিব মৃধা গত ২৪ এপ্রিল সকাল থেকে সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামে অসহায় সুবিধাভোগীদের ৩০ কেজি বস্তায় ৩-৪ চার কেজি করে চাল কম দিচ্ছিলেন। পরে খবর পেয়ে সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫-২০ বস্তা সরকারি চাল। তবে এ সময় ডিলার রাজিব মৃধা পালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘সরকারের খোলাবাজারে (ওএমএস) চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে উপজেলা প্রশাসন। এরপর তার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে মামলা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d