বহির্নোঙরের জাহাজ থেকে গম চুরি, নৌকা জব্দ
চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ জাহাজে খালাসের সময় চুরি করা গমসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯ টার সময় কর্ণফুলী থানার বদলপুরে মেরিন একাডেমি ঘাটসংলগ্ন খালের মুখ থেকে থেকে ১২০০ কেজি গমসহ ওই নৌকাটি জব্দ করা হয়। নৌ-পুলিশের ধারণা, খালাসের সময় চুরি করা এসব গম খোলা বাজারে বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় অজ্ঞাত একজনসহ দুইজনের নামে মামলা করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, মোট ৩০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে গম ছিল। কেজিপ্রতি ৩৫ টাকা হিসেবে উদ্ধারকৃত গমের দাম প্রায় ৪২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ সিভয়েস২৪-কে বলেন, ‘বন্দরের বর্হিনোঙ্গর থেকে গমবোঝাই ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি কর্ণফুলী নদীতে ফিরছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম নৌকাটিকে ধাওয়া করে। এ সময় নৌকাটি মেরিন একাডেমিসংলগ্ন একটি খালের মধ্যে রেখে দুজন বদলপুর গ্রামের ভেতর পালিয়ে যায়। এ ঘটনায় নৌকার মালিক কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মীরপুর গ্রামের মো. ইদ্রিস এবং অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।’