বাঁশখালীতে আনারস প্রতীকের সমর্থকের উপর হামলা, উত্তেজনা
বাঁশখালী উপজেলা নির্বাচনে ছনুয়া খুদুকখালী নোয়াপাড়া কেন্দ্রে আহমদ উল্লাহ (৫০) নামে একব্যক্তির উপর হামলা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যায়।
বুধবার (৫ জুন) সকাল পৌনে ১০টায় এই ঘটনা ঘটে। পরে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আহমদ উল্লাহ বলেন, আনারস প্রতীকের সমর্থক হওয়ায় আমার উপর হামলা চালানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমরানুল হক বলেন, ‘ইউনিয়নের নোয়াপাড়া কেন্দ্রটি দুর্বৃত্তরা দখলের চেষ্টা করেছিল। এতে ভোটাররা বাধা প্রদান করেছে।’
কেন্দ্রের দায়িত্বে থাকা দোয়াত কলমের এজেন্ট আমির হোসেন বলেন, ‘সকাল থেকে ভোটাররা এই কেন্দ্রে উপস্থিত থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে।’
ছনুয়া খুদুকখালী কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইউনুছ বলেন, ‘এই কেন্দ্রে ২ হাজার ৬১১ জন ভোটার রয়েছে। কেন্দ্রের বাইরে পৌনে ১০টার দিকে কিছু উশৃঙ্খল লোক একজন ভোটারের উপর হামলা করে। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ছনুয়া একটি কেন্দ্রে উত্তেজনা দেখে দিলে দ্রুত ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। বিভিন্ন ভোটকেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটারের উপস্থিতি ভালো।