বাঁশখালীতে কৃষকের ২৫০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
চট্টগ্রামের বাঁশখালীতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা? এক কৃষকের প্রায় ৮ শতক জমির প্রায় ২৫০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. হাশেমের ছেলে কৃষক মো. জসিম উদ্দিন তার নিজের ৮ শতক জায়গায় কলার গাছ রোপণ করেন। রাতে যেকোন সময় ফলন্ত কলাগাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো জমিসের পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে তার। এবার কলার আবাদও ভালো হয়েছিল। কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরইমধ্যে কলা ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী চাষী মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার ৮ শতক জায়গায় প্রায় ২৫০টি কলাগাছ রাতের আঁধারে মীর আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা কেটে ফেলেছে। আমি ন্যায় বিচারের জন্য আইনের দ্বারস্থ হবো।’
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম পেছু বলেন, ‘বুধবার দিবাগত রাতে এলাকার কিছু সন্ত্রাসীরা জসিম উদ্দিনের ২৫০টি কলাগাছ কেটে ফেলেছে। এই সন্ত্রাসীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে প্রভাব কাটিয়ে প্রায় ২ শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন কবর স্থানের চলাচলের পথ দখল করে এবং বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমরা এই অপকর্মের সঠিক বিচারের দাবি করছি।’
এ ব্যাপারে অভিযুক্ত মীর আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, কলাগাছ কেটে ফেলার কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।