চট্টগ্রাম

বাঁশখালীতে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক চাপায় আহত ৫

বাঁশখালীর শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর দ‌ক্ষিণ প্রান্তে একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো‌রিক্সাকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

আজ শুক্রবার সকাল ১১টা ৩৫‌ মি‌নিটে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।

ঘটনার পর পর ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর মতে শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রামের দিকে থেকে আসা শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর দ‌ক্ষিণ প্রান্তে খুঁটিবাহী ট্রাক‌টি প্রথমে এক‌টি যাত্রীবাহী রিক্সাকে পরে টোল প্লাজার সামনে মোটরসাইকেলকে চাপা দিয়ে গাছের সা‌থে ও ব্রিজের নেইমপ্লেইটের সাথে ধাক্কা খায়।

তখন বাঁশখালীর একমাত্র প্রধান সড়ক‌টির দু’পা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালীর রামদাশহাট পু‌লিশ ফাঁ‌ড়ির প‌রিদর্শক তপন বাগচী বলেন, এ ঘটনায় ৫‌ জন আহত হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d